mail-google
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

অবশেষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী হ্যালিপ্যাড থেকে সরানো হচ্ছে বোল্ডার। জানা গেছে, গত দেড় বছর আগে রংপুরের এমআর এন্টার প্রাইজ এর স্বত্তাধিকারি রাশেদুজ্জামান বিপ্লব ও কুমিল্লার এমআরসি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারি মশিউর রহমান সরকারি অসাধু কর্মকর্তার সহযোগিতায় হ্যালিপ্যাড দখলে নিয়ে সেখানে বোল্ডার তৈরির কারখানা স্থাপন করেন। আগামী ২৩ সেপ্টেম্বর সরকারের একজন প্রভাবশালী মন্ত্রির আগমনের খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম পরিদর্শনে গিয়ে হ্যালিপ্যাডে বোল্ডার তৈরির সরঞ্জামাদিসহ হাজার হাজার বোল্ডার দেখতে পান। পরে গত ১৮ সেপ্টেম্বর তিনি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করেন। পরবর্তীতে বিষয়টি লিখিতভাবে পানি উন্নয়ন বোর্ডকে লিখিত ভাবে জানানো হয়। পানি উন্নয়ন বোর্ডের ভূরুঙ্গামারী উপজেলা কর্মকর্তা মহিবুল ইসলাম বলেন ঠিকাদারী প্রতিষ্ঠান দুইটির সাথে যোগাযোগ করে না পাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের খরচে বোল্ডারগুলো সরানো হচ্ছে।

এ বিষয়ে বোল্ডার স্থাপনকারি ঠিকাদারী প্রতিষ্ঠান এমআর এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারি রাশেদুজ্জামান বিপ্লবের সাথে একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন