download (2)
বিশেষ প্রতিনিধিঃ
ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন একেএম শহীদুল হক। আইএফআইএল এ যোগদানের আগে তিনি আইডিএলসি ফাইন্যান্স লি. এর স্বতন্ত্র পরিচালক, নির্বাহী কমিটির সদস্য ও আইডিএলসি সিকিউরিটিজ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মার্কেন্টাইল ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ ¯œাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭৭ সালে রুপালী ব্যাংকে অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন শহীদুল হক। দীর্ঘ ৩৭ বছরের অধিক বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রুপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও প্রাইম ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ভারত ও যুক্তরাজ্য থেকে ব্যাংক ম্যানেজমেন্ট এর উপর প্রশিক্ষণ নেন। শহীদুল হক কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। জনাব হক ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এ্যালমানাই এসোসিয়েশন ও কিশোরগঞ্জ জেলা সমিতি এর আজীবন সদস্য। তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।