japa

রাজনৈতিক প্রতিবেদকঃ
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, আজ পবিত্র জুম্মা আদায় করে হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত শেষে সিলেট জেলা জাতীয় পার্টির যৌথ সভায় যোগদান করেন। যৌথ সভায় বক্তব্যে মহাসচিব বলেন, আগামী ১লা অক্টোবর জাতীয় পার্টির মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এমপি সাংগঠনিক সফরে সিলেট আসার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেই উপলক্ষ্যে সিলেট জেলাকে তৃণমূল পর্যায় পার্টিকে সু-সংগঠিত করে আগামী নির্বাচনের প্রত্যেকটি সংসদীয় আসনে দলীয় নেতা-কর্মীদের শক্তি ও সমর্থন অর্জন করার জন্য বিশেষ গুরুত্বআরোপ করেন। যৌথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য-সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আলহাজ¦ সাহিদুর রহমান টেপা, আলহাজ¦ তাজুল ইসলাম চৌধুরী এমপি, আলহাজ¦ আতিকুর রহমান আতিক, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য-কাজী মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা এমপি, ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর শিকদার লোটন, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইয়াহ্হিয়া চৌধুরী এমপি, সাংগঠনিক সম্পাদক-এম.এ মনিম চৌধুরী বাবু এমপি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য-পীর ফজলুর রহমান মেজবাহ এমপি। যৌথ সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির সদস্য সচিব ফকরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় সদস্য ও শ্রমিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি একেএম আসরাফুজ্জামান খান, কেন্দ্রীয় সদস্য ও জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান সহ জাতীয় পার্টি সিলেট জেলা,উপজেলা,মহানগর,পৌরসভা,থানা,ইউনিয়নের নেতা ও জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন