শ্যামল কুমার বর্ম্মণঃ

ঐতিহ্যবাহী চিলমারী বন্দরকে পুন: চালু করনের লক্ষে ভিত্তিপ্রস্থর স্থাপনের জন্য আজ শুক্রবার চিলমারী আসছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। তিনি উপজেলার রমনা ঘাট সংলগ্ন এলাকায় ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে থানাহাট এ,ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুধি সমাবেশে বক্তব্য রাখবেন।
গত ৭ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারী উপজেলার থানাহাট এ, ইউ পাাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘খাদ্য বান্ধব কর্মসূচির’ উদ্বোধন অনুষ্ঠানের সুধি সমাবেশে চিলমারীর স্থায়ী অর্থনৈতিক উন্নয়নে চিলমারী নৌ-বন্দর পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।এরই প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি আজ শুক্রবার বেলা ২টা ৪৫ মিনিটে চিলমারী হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে তিনি রমনা ঘাট এলাকায় চিলমারী নদীবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে থানাহাট এ,ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুধি সমাবেশে বক্তব্য রাখবেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গা এমপি উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন