ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৫ যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তন ক্েয শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এ উপল্েয দিবসটি পালনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, আনসার-ভিডিপি কর্মকর্তা (ভার:) শহিদুল ইসলাম, উপজেলা সিএ আব্দুল ওয়াহাব, শামিম রেজা, উপজেলা প্রেসকাবের সভাপতি এম.এস.আই শরীফ, সাংবাদিক গোলাম কবির, তাজাম্মুল হক আরাফাত, নুর ইসলাম, জনি, সুমনসহ বিভিন্ন শিাা প্রতিষ্ঠানের ছাত্র ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ-সুধীজন উপস্থিত ছিলেন।