ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও এ অব¯ি’ত আলহাজ্ব মখলিছুর রহমান ডিগ্রী কলেজ মিলনায়তনে শনিবার দুপুর ১২টায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর আ: রাজ্জাকের সভাপতিত্বে ও প্রভাষক নিরুপম দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাতাকুঁড়ির দেশ এর সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল। বক্তব্য রাখেন প্রভাষক অর্ধেন্দু বিকাশ দেব, কাকলী ভট্রাচার্য্য, আব্দুল্লাহ আল ফারুক। অভিভাবকদের পক্ষ্যে বক্তব্য রাখেন আকবর আলী, হুমায়ুন কবীর, সাবিত্রী দাশ, গৌরাঙ্গ দাশ, অলক রায় প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে পারিবারিক সচেতনতার পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সহপাঠ্য কার্যক্রমে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বারোপ করতে হবে।