মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দলদলিয়া ইউনিয়নে কল্যাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯১ইং সালে স্থাপিত হয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৬ জন শিক্ষক ও ২০৪ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টিতে দুই শিফটে পাঠদান কার্যক্রম চলছে। কল্যাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের সংকট থাকায় ২০৪ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম নানা ভাবে ব্যাহত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ শিফটে শিক্ষকদের ক্লাস নিতে হচ্ছে। এখানে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক হলেও কল্যাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, শিক্ষক রুম সংকট, শ্রেণী কক্ষের সংকট, বৃষ্টির সময় দেয়াল চুয়ে চুয়ে পানি রুমে ঢুকছে। ভবণটি নির্মাণ কাজ জরুরী হয়ে পড়েছে। শ্রেণী কক্ষের সংকট থাকায় শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে পাঠ দান করছে।