কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার স্থগিত হওয়া দুটি ভোট কেন্দ্রের পুনঃ ভোট গ্রহন আগামী আজ মঙ্গলবার ১২ জানুয়ারী।
এ পৌরসভায় ৩০ ডিসেস্বরের নির্বাচনে ৫ নং ভোট কেন্দ্র নারিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ১০ নং ভোট কেন্দ্র মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই এর ঘটনায় কেন্দ্র দুটিতে ভোট গ্রহন স্থগিত করে প্রিজাইডিং অফিসার।
উলিপুর পৌরসভায় ১৮ টি কেন্দ্রের মধ্যে ১৬ টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী তারিক আবু আলা চৌধুরী ধানের শীষ প্রতীকে ৭৭৬৭ ভোট পেয়ে এগিয়ে
রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু পেয়েছেন ৫৫৮৮ ভোট। স্থগিত কেন্দ্র দুটিতে ভোটার সংখ্যা ৩৮৮৯ জন। এ দুটি কেন্দ্রে সাধারন কাউন্সিলর প্রার্থী ৫জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭জন।
প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সরঞ্জামাদী ও আইন-শৃংখলা বাহিনীসহ ভোট কেন্দ্রে অবস্থান নিয়েছে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা দেলওয়ার হোসেন জানান, নির্বাচন নির্বিঘেœ সম্পন্ন করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।