কচাকাটা থেকে মোঃ রফিকুল ইসলাম/নুর-ই-আলম সিদ্দিক
কুড়িগ্রাম জেলাধীন প্রস্তাবিত কচাকাটা উপজেলার এক ইউপি সদস্য অবৈধ মেলামেশার সময় জনতার হাতে আটক হয়। পরে শালিশের মাধ্যমে দেড়লাখ টাকা জরিমানা দেন তিনি। এলাকাবাসীর অভিযোগে জানা যায়- কচাকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহাব্বত আলী দীর্ঘ দিন হতে কুড়িয়ার বাধা গ্রামের জনৈক হাজিউর রহমানের স্ত্রী ফাতেমার সাথে অবৈধ মেলামেশা করে আসছিলো। কিন্তু ক্ষমতার দাপটের কাছে উক্ত ইউপি সদস্যকে কিছু বলা যাচ্ছিল না। গত মঙ্গলবার গভির রাতে এলাকাবাসী দুইজনকে একই ঘরে আপত্তিকর অবস্থায় দেখে তাদের দুজনকে আটক করে বেঁধে রাখায় এলাকাবাসী স্বস্থি প্রকাশ করে ন্যায় বিচার দাবি করেন। পরদিন বুধবার স্থানীয় জসমত মিয়ার বাড়িতে শালিশি বৈঠকের মাধ্যমে দেড়লাখ টাকা জরিমানা নিয়ে উভয়কে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে-ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, শালিশে অভিযুক্তরা অপরাধ স্বীকার করে নেয়। পরে বিচারকরা তার আর্থিক জরিমানা করে তাদের ছেড়ে দেয়।