কচাকাটা প্রতিনিধি
গতকাল ১৭ মে/২০১৬ কচাকাটা থানার এস আই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার বালারহাট নবার চর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারুকে আটক করে। আটককৃতরা হলেন একই গ্রামের বাড়িওয়ালা আনোয়ার হোসেন (৪০),হানিফ আলীর পুত্র শাহাদৎ আলী(২৬),সোনাত আলীর পুত্র মাহবুর রহমান(৩৫),সুজাব আলীর পুত্র নবীউল্লাহ (২৮) ও সৈয়দ আলী মিস্ত্রির পুত্র আলেপ উদ্দিন(২৮)।পরে তাদের ১৯৬৭ সালের জুয়া আইনে ৩/৪ ধারায় মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলা নং ৪ তারিখ-১৮/৫/২১৬ ইং। একটি সুত্র জানায় দীর্ঘদিন থেকে কচাকাটা ও নারায়ন পুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বিভিন্ন স্থানে এলাকার জুয়ারুরা প্রতিরাতের জন্য ভাড়া নিয়ে মদ,জুয়ার আসর করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে এলাকার চুরি ডাকাতি ছিনতাইয়ের মত ঘটনা ক্রমেই বৃদ্ধি পাওয়া সহ আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটছে।
এলাকাবাসীর দাবী নিয়মিত মাদকসেবী ও জুয়ারু গ্রেফতার অভিযান অব্যাহত থাকলে এলাকায় আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি হবে। এ ব্যাপারে কচাবাটা থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম বলেন কচাকাটা থানা এলাকায় দুর্বত্ত দমন মাদক নির্মুল সহ জুয়ারুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো।