কচাকাটা(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের কচাকাটায় ৭ম শ্রেণীর ছাত্রীর সাথে ৯ম শ্রেণীর বাল্যবিবাহ দিল এলাকাবাসী। ঘটনায় জানাগেছে প্রায় বছর খানেক আগে কচাকাটা থানার সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও বাহের কেদার মাস্টারপাড়া গ্রামের আবু বক্করের কন্যা মোছাঃ ববিতা খাতুন(১৩)এর সাথে একই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র,সতিপুরী গ্রামের আব্দুল আজিজের পুত্র মোঃ ফরহাদ হোসেন(১৭) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৭ ফেব্রুয়ারী রাতে প্রেমিক ফরহাদ হোসেন ববিতার বাড়িতে এসে অনৈতিক কাজে লিপ্ত হলে বাড়ির লোকজন তাকে আটকে রাখে। ঘটনার ২ দিন পেরিয়ে যাওয়ার পর এলাকাবাসী সরকারী আইনকে অমান্য করে বিবাহ নিবন্ধন না করে স্থানীয় জহুরুল হক ওরফে জসমত আলী মুন্সীকে দিয়ে ইসলামী মতে তাদের দুজনের বাল্যবিবাহ দিয়েছেন বলে জানাগেছে। এ বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান,বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।