ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার থেকে সোমবার (৮ আগষ্ট) রাত ৮টায় তিনজন অজ্ঞান পার্টির সদস্যকে জনতা আটক করে পুলিশে সোপর্দ্দ করে। আটককৃতরা হলেন-কমলগঞ্জ উপজেলার দক্ষিন বালিগাঁও গ্রামের মৃত বছর মিয়ার পুত্র আজাদ মিয়া (৩৫) উত্তর কুমড়াকাপন গ্রামের তাও হোসেন (৩৬) ও দক্ষিন রাজটিলা গ্রামের মৃত বারিক মিয়ার পুত্র হোসন মিয়া (৩৫)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সোমবার রাতেই কমলগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন থেকে অজ্ঞান পার্টি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে পুলিশ জানায়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে।