Kamalgnj Sreesurjo School Pic

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. জহির উদ্দিন কর্তৃক ৪টি সিলিং ফ্যান ও ৬টি আরএফএল চেয়ার প্রদান করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালিক (মানিক মিয়া) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: ফাতেমা আক্তার। যুবলীগ নেতা বদরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক আলমগীর হোসেন, পতনঊষার ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর, স্থানীয় ওয়ার্ড সদস্য আশিক মিয়া, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, ফেরদৌস খান, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর-ই-এলাহী, বিদ্যালয়ের দাতা সদস্য নিহার রঞ্জন ধর, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাবেক সভাপতি শামছুর রহমান, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, যুবলীগ নেতা লায়েক খান, ছাত্রলীগ নেতা মিতুল খান প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পতনঊষার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু ও দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. জহির উদ্দিনকে ক্রেষ্ট ও ফুলের তোড়া প্রদান কনরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *