Kamalgonj Jonmastmi Pic

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব বৃহষ্পতিবার (২৫ আগস্ট) পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়ি থেকে সকাল সাড়ে ৯টায় বিভিন্ন ফেস্টুন ও নানা সাজে সজ্জিত সজ্জিত শিশুদের নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধুসূদন পালের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়ের সঞ্চালনায় শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, জেলা পূজা উদযান পরিষদের সহ-সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমূখ। শোভাযাত্রাটি কমলগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় দূর্গাবাড়িতে এসে শেষ হয়। শোভাযাত্রায় পূজা উদযাপন পরিষদ ছাড়াও সনাতনী যুব সংঘ, সৎ সংঘ, পশ্চিম কুমড়াকাপন, লঙ্গুরপার, নারাইনপুর, তিলকপুর, আলীনগরসহ বিভিন্ন এলাকার কৃষ্ণভক্ত নর-নারীরা অংশ নেন। জন্মাষ্টমী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োাজন করে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শমশেরনগর, রহিমপুর, আলীনগর, পতনঊষার, মাধবপুর, পাত্রখোলা, শ্রীসূর্য্য, বৃন্দাবনপুর, লক্ষ্মীপুর, দেবীপুর, ইসলামপুর, আদমপুর, চৈত্রঘাট, ছলিমগঞ্জ সহ বিভিন্ন স্থানে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *