কলমে-নাজমুল হুদা পারভেজ
প্রকৃতির আঙিনায় ছড়িয়ে দিয়েছি হৃদয় কাব্যখানা
সবুজ সমুদ্রের শাখায় পাতায়
একটি নাম লিখেছি জীবনের বড্ড অবেলায়
সে নাম, প্রিয়ার জানা।
প্রকৃতিকে পুনঃ শুধিয়েছি প্রিয়ার কষ্টের কথা,
ওর কষ্টের প্রকৃতি কেমন?
লাল-নীল কষ্ট, নাকি অন্য কোন-
প্রকৃতি বলেছে, তোমার যেমন।
যে হৃদকোষের রন্ধে ছড়ানো বিষের জ্বালা
প্রতারক সাপের দংশনে বিক্ষত
ওঝাতো কবেই মরেছে, বিষ নামাবে কে?
বিষক্রিয়ায় ক্ষত হয়েছে যতো।
সুরঞ্জনা, চোখ মেলে দেখো এ বুকে-
লাল ,কালো কষ্ট কতো
সাগর, নদী, সূর্য, চন্দ্র বলেছে আমায়
আমার কষ্ট, তোমারই মতো।