ঝালকাঠি প্রতিনিধি:
কাঁঠালিয়ায় থানা পুলিশ বাঁশবুনিয়া গ্রাম থেকে ২পিচ ইয়াবাসহ রাসেদ আকন ও মো. খোকন হাওলাদারকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মাদক নিয়নত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
রাসেদ আকন বাশবুণিয়া গ্রামের সিদ্দিকুর রহমান মো. খোকন হাওলাদার আব্দুর রশিদ হাওলাদারের পুত্র। বৃহস্পতিবার রাতে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।