বিপুল রায় – স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিনটি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত ‘চাকিরপশার’ বিল কোনো ব্যক্তি বা সমিতির অনুকূলে ইজারা ও বন্দোবস্ত দেওয়ার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ২৮৩ দশমিক ২৮ একর জায়গাজুড়ে অবস্থিত চাকিরপশার বিলটি স্থানীয়ভাবে নদী হিসেবেও পরিচিত।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৭ আগস্ট) রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে বিলটিতে থাকা অননুমোদিত সব দখলদারকে দুই মাসের মধ্যে উচ্ছেদ করতে কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।