কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ৯নং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ লাগোয়া কৃষি বিভাগের পরিত্যাক্ত বিএস কোয়াটার বিল্ডিং এর ইট প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে। স্থানীয় কতিপয় কয়েকজন নারীপুরুষ প্রতিদিন হাতুরি দিয়ে ডাঙ্গে ইটগুলো খুলে চুরি করে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য, সরকার ১৯৮০সালে কৃষি বিভাগের আওতায় প্রতিটি ইউনিয়নে সহকারী কৃষি কর্মকর্তাদের বাসস্থান কাম অফিস করার জন্য ওই ভবনগুলো নির্মান করা হয়। ২০১০সাল পর্যন্ত ভবেশ চন্দ্র সরকার নামের একজন উপসহকারী তার পরিবারসহ বসবাস করছিলেন। তিনি বদলী হয়ে যাওয়ার পর থেকে ভবনটি পরিত্যাক্ত অবস্থায় পরে ছিল। অবহেলা অযতেœ ভবনটি জরাজির্ন হলে বর্তমান স্থানীয় একটি চক্র দিনে রাতে ওই ভবনটির সীমানা প্রাচীর ও উত্তর পার্শ্বের দু‘টি রুমের ইট খুলে নিয়ে যাচ্ছে। জানতে চাইলে নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান জানান,ভবনটি বসবাস করার উপযোগী নয় বিধায় ওখানে কেউ থাকে না। ভবনের ইট চুরি যাচ্ছে আমি জানি না। এখন জানলাম আমি আজই তদন্ত করার জন্য লোক পাঠাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *