Ex Mp Abdul Jobbar
ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: কুলাউড়ার সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের আজীবন সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী ও দুর্দিনের সাথী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান মরহুম আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ আগস্ট রোববার।
এ উপলক্ষে পারিবারিক বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি আব্দুল জব্বার যুব স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী হাতে নিয়েছে। এর মধ্যে প্রয়াত এ নেতার কবর জিয়ারত, কোরআনখানি, কাঙ্গালিভোজ, মিলাদ ও দোয়া মাহফিল উলে¬খযোগ্য। আব্দুল জব্বার যুব স্মৃতি সংসদের উদ্যোগে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে বিকাল ৩ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন মরহুমের ছেলে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। তিনি জানান, আমি সর্বস্তরের মানুষের কাছে আমার বাবার জন্য দোয়া চাই। বাবার মতো আমিও আপনাদের পাশে থেকে কাজ করে যাব। উল্লে¬খ্য, সাবেক এমপি আব্দুল জব্বার ১৯৯২ সালের ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন