বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, খেলাধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল ” এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম সদরের হলোখানায় ক্লিনিক পাড়া প্রিমিয়ার লীগ (সিপিএল)-২০২২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সুভারকুটি হিরোইক ফাইটার ও সুভারকুটি এলিভেন স্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
শুক্রবার (২৫মার্চ) বিকেলে হলোখানার সুভারকুটি ক্লিনিক পাড়া মাদ্রাসা মাঠে সেকেন্দার বীজ হিমাগার প্রাঃ লিমিটেড এর সৌজন্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ সময় হলোখানা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে সেকেন্দার বীজ হিমাগার প্রাঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি সেকেন্দার আলী প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন।
পরে খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল সুভারকুটি এলিভেন স্টারের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল সুভারকুটি হিরোইক ফাইটারের হাতেও পুরষ্কার তুলে দেয়া হয়।
এসময় বিশিষ্ট সমাজসেবক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরনবী সরকার,
কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাহবুবা বেগম লাভলী, বীর মুক্তিযোদ্ধা কনছার আলী, ইউপি সদস্য গোলজার হোসেন, ওয়াহেদ আলী বানু, আঃ ছামাদ, নূরুজ্জামান, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মোখলেছুর রহমানসহ ক্লিনিক পাড়া প্রিমিয়ার লীগ (সিপিএল) সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
খেলার মধ্যবর্তী সময়ে কুড়িগ্রাম জেলা পরিষদের সৌজন্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাহবুবা বেগম লাভলী।