কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মাইদুল ইসলাম (২৬) নামের বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উলিপুর-চিলমারী সড়কের নিরাসীরপাতা বটতলীতে এ ঘটনা ঘটে। মাইদুল উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এতে আহত দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, চিলমারী থেকে রাজারহাটগামী বালু বোঝাই দ্রুত গতিতে আসা ট্রাক্টরটি বাইসাইকেল আরোহী মাঈদুলকে চাপা দিলে ঘটনা স্থলে মারা যায়। বাইসাইকেলে থাকা রাকিব (১২) ও ট্রাক্টর হেলপার ইদ্রিস আলী (৩৫) ছিটকে পড়ে গুরুতর আহত হয়। রাকিব চিলমারীর জোড়গাছ এলাকার আবু সাঈদের ছেলে ও ইদ্রিস আলী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাং গ্রামের আফতার উদ্দিন মিস্ত্রির ছেলে। বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।