কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশে কুড়িগ্রাম সদর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাথর বোঝাই ট্রাক থেকে ২১ কেজি গাঁজা সহ ২জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ, কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম সদর থানা কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২১/০২/২০২২ খ্রিঃ রাত ১১ ঘটিকায় সদর থানাধীন ধরলা সেতু এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় নাগেশ্বরী থেকে টাঙ্গাইলগামী পাথর বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-৮৭৪৮) কেবিন থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা বহনের অভিযোগে ট্রাকচালক সোহেল মিয়া (৩৮) ও হেলপার সবুজ মিয়া (৩৫)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ট্রাক চালক সুহেল জামালপুর জেলার সরিষাবাড়ী ভাটারা এলাকার বাদশা মিয়ার পুত্র। এবং হেলপার সবুজ মিয়া একই এলাকার সোনা মিয়ার পুত্র।মঙ্গলবার (২২ ফ্রেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মো. শাহরিয়ার জানান, গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।