শফিউল আলম শফি ঃ কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের ৬ষ্ঠ দিনে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রোমানসহ ৫৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলায় ছাত্র শিবিরের সাবেক সভপাতি রাশেদুল ইসলাম রোমানসহ ৪ জন, উলিপুর উপজেলায় ১৫ জন, চিলমারী উপজেলায় ৫ জন, রৌমারী উপজেলায় ৫ জন, রাজিবপুর উপজেলায় ৬ জন, নাগেশ্বরী উপজেলায় ৩ জন, ভুরুঙ্গামারী উপজেলায় ৭ জন, ফুলবাড়ী উপজেলায় ৬ জন ও রাজারহাট উপজেলায় ৬ জন।
পুলিশ সুপার তবারক উল্ল্যাহ জানান, সন্ত্রাস দমন আইনে অভিযান চালিয়ে জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক ছাত্র শিবির নেতা রোমানকে ১৫১ ধারায় আটক করে নিয়মিত মামলার আসামি হিসেবে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী ৫৬ জন এজাহারভুক্ত নিয়মিত মামলার আসামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন