সমবায় সমিতির এজিএম অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি;
কুড়িগ্রামে যাত্রাপুর গুড নেইবার মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের দ্বিতীয় সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমান।
অনুষ্ঠানে যাত্রাপুর গুড নেইবার মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোছা. নিশিতা আক্তার নাজমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল গফুর মিয়া, সদর উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, গুড নেইবার বাংলাদেশ’র চর ডেভেরপমেন্ট প্রোগ্রামের সহকারি ম্যানেজার কালাম উদ্দিন, আইজি অফিসার এলভিস বাপ্পা কির্তনীয়, রোকেয়া সুলতানা প্রমুখ।
বাষিক সাধারণ সভায় বর্তমান বছরের আয় ও ব্যয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আগামি বছরের বাজেট পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।