স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম :২

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ দূষণের অপরাধে পরিবহণ মালিককে জরিমানা ও হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।অভিযানে ৭টি পরিবহণ মালিককে ৬হাজার টাকা জরিমানা ও ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা -২০০৬ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসীফ। মাত্রাতিরিক্ত শব্দ সৃষ্টি করার অপরাধে ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৭ টি পরিবহনকে ৬ হাজার পাঁচশত টাকা জরিমানা ও এবং ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেন আদালত। এসময় অযথা হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি সচেতনতামূলক প্রচারণাসহ যানবাহনে শব্দদূষণ বিরোধী বিভিন্ন স্টিকার সংযুক্ত করা হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসীফ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *