কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইলিয়াছ হোসেন (২৮) নামে ব্যাটারী চালিত অটো রিকসার চালক নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে সদর উপজেলার হালাবট নামক এলাকায় চিলমারী থেকে কুড়িগ্রামগামী নাবিল পরিবহনের একটি নাইট কোচের ধাক্কায় অটো বাইক চালক গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। উত্তেজিত এলাকাবাসী নাইট কোচটি আটক করলে পুলিশ এসে থানায় নিয়ে যায়।
নিহত ইলিয়াছ হোসেন রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের নলকাটা গ্রামের জামিউল ইসলামের পুত্র বলে জানা গেছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক কোচটিকে থানায় আটক রাখা হয়েছে।