কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি পুনঃগঠনে কুড়িগ্রাম-২ আসনের এমপি ও বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব অর্পণ করেছেন পার্টির চেয়ারম্যান সাবে রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।
গত ১২ মে ২০১৬ইং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করা হয়। চিঠিতে জেলা, সকল উপজেলা ও ৩টি পৌরসভা কমিটি পুনঃগঠন ও পুনঃবিন্যাসের নির্দেশনা দেয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান-জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায়। নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে কুড়িগ্রাম পৌর কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সমন্বয়ক কুড়িগ্রাম-২ আসনের এমপি ও বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন- জেলা জাতীয় পার্টি পুনঃগঠনের মধ্য দিয়ে নেতা-কর্মীরা উজ্জীবিত হবে এবং সাংগাঠনিক ভীত মজবুত হবে। আশা করছি খুব শীঘ্রই জেলা ব্যাপী পুনঃগঠন কাজ সমাপ্ত করতে পারবো। এজন্য সকলের সহযোগিতা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *