ক্ষুদে পন্ডিতের পাঠশালা দিনাজপুর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ মার্চ শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ সিদ্দিক গজনবী। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ একরামুল হক সয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর বিকাশ চন্দ্র ও প্রিপারেটরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মোস্তফা প্রমূখ। প্রতিষ্ঠানের সদস্য মোঃ মামুনুর রহমান জুয়েলের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য ফটোসাংবাদিক মোঃ নুর ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।