এস.বি-সুজন,লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের খলাইঘাট বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাগফেরাত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
২৬শে মার্চ শনিবার বিদ্যালয়ের মাঠে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক গান, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি দৌড় প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি হামিদুজ্জামান পাটোয়ারী। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহারদিয়ে সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিগণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিনাতুলি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আওলাদ হোসেন পাটোয়ারি, রাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মাইদুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণী সহ মহান স্বাধীনতার যুদ্ধে নিহত সকল শহীদদেরআত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।