খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩টি কিন্ডার গার্টেন হতে ১ম-৫ম শ্রেনির ২০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার পাকেরহাটে অবস্থিত ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল মডেল স্কুল কেন্দ্রে ট্যালেন্ট সার্চ, উত্তরা ইপিজেড ও উইনার রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২০৯ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র সচিব ও ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ আইনুল হক জানান, অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এ বৃত্তি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।