মোহাম্মাদ সাকিব চৌধুরী,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
গতকাল দিনাজপুরের খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ এর এক বর্ণাঢ্য র্যালী শেষে আত্রাই নদীতে মৎস্য পনা অবমুক্ত করণের মধ্য দিয়ে এর উদ্ধোধন করা হয়। খানসামা উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে বুধবার সকাল ১১টার সময় এক আলোচনা অনুষ্ঠান উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাসের সভাপতিত্বে “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এ প্রতিপাদ্য বিষয়সহ খানসামার মিঠা পানিতে গলদা চিংড়ি ও গুলশা টেংনা চাষ করে মৎস্য চাষীগণের বৈদেশিক মুদ্রা ও দেশের প্রোটিনের চাহিদা মিটানো সম্ভব সহ সফলতা অর্জনের গুরুত্বারোপ করে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক মাহাফুজুর রহমান চৌধুরী,
উপজেলা ভেটেরিনারী সার্জন ডা: বিপুল কুৃমার চক্রবর্তী, খানসামা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সফল মৎস্য চাষী মিজানুর রহমান চৌধুরী, খানসামা মৎস্যজীবী সমিতির সভাপতি সেবা দাস, মৎস্যজীবি অমূল্য চন্দ্র দাস প্রমুখ। গত ১৯ জুলাই এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান। সবশেষে সফল মৎস্য চাষীদের পুরষ্কার বিতরণ করা হয়।