মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮জুন) সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপেক্স হল রুমে স্থানীয় যুব সমাজ, শিক্ষক, সাংবাদিক, বে-সরকারি সংস্থা, কিশোর-কিশোরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় আদেশাবলী, করণীয় বন্যা ও ঘূর্ণিঝড় সর্ম্পকে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, বজ্রপাত থেকে বাঁচার উপায় ও করণীয় বিষয় বিস্তারিত দিক তুলে ধরে আলোকপাত করেন দিনাজপুর জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম মমিনুল হক, দিনাজপুর ফায়ার সার্ভিস এর পক্ষে গ্রুপ লিডার নির্মল কুমার রায়, ্্্উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আজমল হক প্রমুখ ।
উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনা বেগম, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আকতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মকলেছুর রহমান প্রমূখ।