মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় কায়রা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হত দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার টংগুয়া হাসনাবাগ দ্বিমুখী ফাজিল মাদ্রাসা মাঠে প্রথম ধাপে প্রায় শতাধিক হত-দরিদ্র নারী-পুরুষ ও প্রতিবন্ধী শীতার্ত পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন কায়রা ফাউন্ডেশন এর দিনাজপুর ব্রাঞ্চের প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান, কায়রা ফাউন্ডেশনের উপজেলা সাধারন সম্পাদক মোঃ আঃ জব্বার, সদস্য সামিউল ইসলাম, আঃ সালাম, মোঃ মোস্তাকিম ইসলাম, তারেক আজিজ, আঃ রাকিব, জসিম উদ্দীন, সাগর রায়, দিপু ইসলাম প্রমুখ।