এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) হোসেনপুর ডিগ্রী কলেজ মাঠে প্রায় দুই শতাধিক মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোনায়েম খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র কলেজের সভাপতি সফিউল আযম চৌধুরী লায়ন, মেডিকেল অফিসার পিয়াস খান, সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।