মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার মাধ্যমিক স্তরের ৪৯টি বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ৯টা থেকে ২ টা পযর্ন্ত নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়, খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ৩৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি দাখিল মাদ্রাসাগুলোতে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । মাধ্যামিক পর্যায়ের প্রতিটি শিক্ষার্থী ৬ ষ্ঠ থেকে ১০শ্রেনী পযর্ন্ত প্রতি শ্রেনী থেকে ১ জন করে ৫ জন, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী থেকে ৩ জন করে মোট ৮ জন ক্যাবিনেট সদস্য নির্বাচিত করবে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আজমুল হক জানান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেও মাঝে স্কুল থেকেই গনতান্ত্রিক চর্চা তৈরি করার জন্যই এই স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন আয়োজনের মূল উদ্দ্যেশ্য।