২৪ দিনের কারাজীবনের অবসান ঘটলো গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের। সকালেই আদালত তার জামিন মঞ্জুর করে। সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত তাকে জামিন দেয় আদালত। জামিন মঞ্জুরের পরপরই সংসদ সদস্য লিটনের সমর্থকরা জড়ো হতে থাকেন গাইবান্ধার জেলা কারাগারের সামনে। ১২টার কিছু পর তিনি যখন কারাগার থেকে বেরিয়ে আসেন তখন তার সমর্থকরা তাকে ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান। পরে মোটরশোভা যাত্রাসহ তার গাড়ি বহর রওয়ানা দেয় সুন্দরগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়িতে। যে পাজেরো গাড়িতে করে যাওয়ার সময় শিশু সৌরভকে গুলি করেছিলেন এমপি লিটন সে গাড়িতে করেই বাড়ি ফেরেন তিনি। তবে আজই তার ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে, এমপি লিটনের জামিনের খবরে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন শিশু সৌরভের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *