শাহিনা আক্তার সপ্তপদী
কত পথ চেয়ে রইলাম তাহার
ছাড়িয়া শখের পিঞ্জর আমার
এপথে আসিল না ফিরে আর
এপার ওপার সব স্বপ্ন আমার!!
কত পথ চেয়ে রইলাম তাহার
ছাড়িয়া শখের পিঞ্জর আমার–!!
যে হৃদয়ে খুঁজে পাইনা আয়না
তার কাছে করিনা প্রেমের বায়না
ওমুখ পানে চাইব না কভু আর
এপার ওপার সব চেনা আমার!!
কত পথ চেয়ে রইলাম তাহার
ছাড়িয়া শখের পিঞ্জর আমার–!!
জীর্ণ গৃহে হয় না যে সুখের ঘর
ভেঙে দিলাম তাই পাখির সংসার
আকাশ আজ আমার অহংকার
এপার ওপার সব দূর আমার!!
কত পথ চেয়ে রইলাম তাহার
ছাড়িয়া শখের পিঞ্জর আমার—!!