নিজস্ব প্রতিবেদক
সিএমপির বাকলিয়া থানা পুলিশের অভিযানে ০২টি সাদা বস্তার ভিতর পলিথিন ভর্তি সর্বমোট ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ০২জনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

বুধবার ১৩ ডিসেম্বর রাতে বাকলিয়া থানাধীন বউ বাজার আহমদুর রহমান সড়ক বাই লেইনস্থ পুরাতন পুলিশ বিট এর সামনে পাকা রাস্তার উপর হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন ১। বাকলিয়া থানাধীন বউবাজার আহমদুর রহমান সড়ক বাই লেইন এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল সবুর ২। বাকলিয়া থানাধীন মদিনা মসজিদ, বানিজ্য ভান্ডারের বাড়ীর মৃত আলী আহাম্মেদ এর ছেলে অছির আহাম্মেদ।

থানা সূত্রে জানা যায়,১৩/১২/২০২৩খ্রিঃ তারিখ ২৩.৩০ ঘটিকায় বাকলিয়া থানাধীন বউ বাজার আহমদুর রহমান সড়ক বাই লেইনস্থ পুরাতন পুলিশ বিট এর সামনে পাকা রাস্তার উপর এসআই(নিঃ)/ তোফাজ্জল হোছাইন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান ডিউটি করাকালে ০২টি সাদা বস্তার ভিতর পলিথিন ভর্তি সর্বমোট ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ সহ তাদের গ্রেফতার করেন।

এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ আফতাব হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ২৪ (ক) রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *