কামরুল ইসলাম হৃদয়,ব্যুরো প্রধান,চট্টগ্রাম:: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের দক্ষিন মেখল এলাকায় ওয়াজ মাহফিলে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সুন্নি ও ওহাবী মতাদর্শের সমর্থকদের মধ্যে ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।শুক্রবার রাত ১০টা থেকে প্রায় দুই ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে।পুলিশ এসে সংঘর্ষ থামালেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের এএসপি মসিউদৌলাহ রেজা বলেন, ‘ওয়াজ মাহফিলে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। সংঘর্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।’