মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
চিরিরবন্দরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ এর নেতৃত্বে র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে কেক কাটা র্যালী, আলোচনা সভা চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহলি বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে বঙ্গবন্ধু হলে আলোচনা সভা করেছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির, অফিসার ইন্চার্জ আনিছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, সমাজসেবা কর্মকর্তা মইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্ মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ। সভা শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।