মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ১০ জন যুবক প্রতারিত হয়ে গত ১০/০১/১৬ ইং তারিখে বাদী হয়ে মোঃ রুবেল ইসলাম,পিতাঃ মোঃ গোলাপ হোসেন খানসামা উপজেলায় একটি নোটিশ করেন। লাইভ ওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে গাজীপুর জেলার চৌরাস্তায় অবস্থিত এ কোম্পানী। প্রতারিত ব্যক্তিরা হলেন, রুবেল (২১),আতিক (২৪), রাজু (২৩), হাতেম (২২) জাহাঙ্গীর (২২) আমিনুল (২০),শফিকুল (২১) তানভীর (২১),কালাম (২২) শাহিন (২১)। সকলে খানসামা উপজেলার ছেলে এরা বাবার জমি বন্ধক রেখে ঋণ করে চাকুরি আশায় এ টাকা দেন। থানায় এই বলে অভিযোগ করেন যে, খানসামা উপজলোর ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণু গঞ্জ গ্রামের মোঃ মনায়েম ইসলাম (মনা) এর ছেলে মোঃ মুহিন খান স্বপন, চাকুরির নামে তাদের কাছ থেকে টাকা নিয়ে চাকুরি না দিয়ে দীর্ঘ ৩ মাস থেকে তাদের গাজীপুরে গৃহ বন্দি করে রাখেন আরও ছেলে নিয়ে আসতে বললে তারা রাতেই পালিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন