রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর
শহরের চাষী এনামুল হকের
ব্যক্তিগত উদ্যোগে বর্তমান এই প্রচন্ড শীতে গরিব অসহায় প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে
শীত বস্ত্র বিতরণ করেন ।
২৬ ডিসেম্বর বিকালে বনগাঁও বাজার হাটে , জাদুরানি হাটে,
গেদুরা ইউনিয়ন সহ প্রায় ২শত কম্বল শীতবস্ত্র নিজহাতে চাষী এনামুল, দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গেদুরা ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম, আঃলীগ ইউনিয়ন সভাপতি ইদ্রিস আলী, জমিরুল ইসলাম,ব্যাবসায়ী মসিউর , ব্যাবসায়ী মজিবর রহমান, আরও অনেকে উপস্থিত ছিলেন।
অসহায় ও দুঃস্থদের মাঝে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে কি না এই প্রশ্নের জবাবে
চাষী এনামুল বলেন, হরিপুরে
৬ইউনিয়ন ও রাণীশংকৈলে প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চলবে। আমি এই গরীব অসহায়
দের পাশে দাঁড়াতে চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ।