মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ও ইসবপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার কামারপাড়ায় বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনায় স্থানীয় এলাকাবাসী ৪ ডাকাত কে ধাওয়া করলে ২ ডাকাত পালিয়ে যায় আর গনপিটুনিতে ২ ডাকাতের মধ্যে কালা ডাকাত নামের একজন মারা যায়। নিহত ডাকাতের বাড়ি চিরিরবন্দরের ১২ নং আলোকডিহি ইউনিয়নে । আহত এক জনের অবস্থা এখন আশংকাজনক । তার পরিচয় এখনো পাওয়া যায়নি তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ইসবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার লিটন ও প্রত্যক্ষদর্শীরা জানায়। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, কামারপাড়া এলাকায় একদল ডাকাত রাত ১২ টা থেকে ওই এলাকায় অবস্থান করে এতে তাদের উপস্থিতে এলাকা বাসী জানতে পারলে সবাই রাত জেগে পাহাড়া দেয় পরে চার ডাকাত কে ধাওয়া করলে দুই ডাকাত পালিয়ে যায়। অপর দুই জনকে বিক্ষুব্ধ জনতা গনপিটুনি দিলে একজন ঘটনাস্থলেই মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *