মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে আরতি বালা (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আরতি বালা উপজেলার অমরপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের নিশাত চন্দ্র রায়ের স্ত্রী।
গত ৭ সেপ্টেম্বর বুধবার দুপুর দেড়টায় চিরিরবন্দর রেল ষ্টেশন সংলগ্ন রেলবাজার সিগন্যাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। চিরিরবন্দর ষ্টেশন মাষ্টার মোঃ শহীদুল ইসলাম জানান, আরতি বালা রেল ষ্টেশন সংলগ্ন রেল বাজার এলাকায় রাস্তার ধারে মুড়ির দোকান করতেন।
স্বামীসহ থাকতেন রেল ঘুন্টি এলাকায়। দুপুরে দোকান হতে রেললাইন ধরে বাড়ী ফেরার সময় পঞ্চগড় হতে ছেড়ে আসা সান্তাহারগামী ৮ ডাইন ঢাকা মেইল ট্রেনের নীচে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দিনাজপুর রেলওয়ে পুলিশের এসআই মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।