মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এক পুকুরে দূর্বত্তরা বিষ দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট করে ফেলেছে।
জানাগেছে, গত রবিবার দিবাগত রাতে দূর্বত্তরা উপজেলার গছাহার বিলে বিষ দিয়ে দেয়। এতে প্রায় লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট হয়ে গেছে। উক্ত গছাহার বিলটি সরকারের খাস। বিলটি গত বছর কামিনী রায় সরকারের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে।
সূত্র জানায় উক্ত বিলটি কেন্দ্র করে উপজেলার ৩নং ফতেজংপুর ইউপি’র সদস্য এমদাদ হোসেন ওরফে এনদাল মেম্বারগং এর সাথে দিনাজপুর বিজ্ঞ আদালতে মামলা চলছে। মাছ বিনষ্টের খবর পেয়ে উপজেলা মৎস্য অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।