mail.google

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নন্দন কুমার দাস।
সূত্র জানায়, তিনি গত রবিবার (১৫-০৫-১৬) উপজেলা হিসাব রক্ষক অফিসে (ট্রেজারি ) তার মেয়ের বৃত্তির টাকা চিরিরবন্দর উপজেলা হতে সৈয়দপুর স্থান্তর করার জন্য আসেন। এ সময় অফিস সহকারীর সাথে আলোচনা করলে অফিস সহকারীর ব্যস্ততা থাকার কারণে স্যারের সাথে দেখা করতে বলেন। প্রধান শিক্ষক বলেন আমাকে চেন, আমি চিরিরবন্দরের শ্রেষ্ঠ শিক্ষক । এ বলে রাগান্বিত হয়ে অফিস সহকারীর টেবিল ভাংচুুর করে।
উপজেলা হিসাব রক্ষক অফিসার মো: জাহেদ হোসেন জানান, প্রধান শিক্ষক উক্ত ঘটনার জন্য আমার কাছে ভুল স্বীকার করেন এবং অফিস থেকে বেড়িয়ে যান।

এ বিষয়ে মুঠোফোনে নন্দন কুমার দাসের সাথে কথা হলে তিনি জানান , কিছু হয়নি, একটু কথা কাটাকাটি হয়েছে । তবে টেবিল ভাঙ্গার বিষয়টি তিনি এড়িয়ে যান। এ ঘটনা উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *