মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে সোনালী ব্যাংকে ছেঁড়া কাটা নোট গ্রহন না করায় গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোপের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩ টায় সোনালী ব্যাংকে গেলে দেখা যায় ৫ শত টাকার সামান্য ছেঁড়া নোট পাল্টাতে, ব্যাংকের ক্যাশিয়ার ও যুগ্ন জিম্মাদার নজরুল ইসলাম আপত্তি বোধ করেন। এ সময় বিষায়টি খুব জোড়ে সোড়ে জানা জানি হলে বিষায়টি ব্যাংক ম্যানেজার আবু হেনা জিএস সকলকে টাকা পাল্টিয়ে দিতে অবগত করলে ব্যাংকের সিনিয়ার অফিসার আশরাফুল আলম মোল্লা (রনজু) কে টাকা পাল্টায়ে দিতে বললে, ক্যাশিয়ার তাতে অসন্মত হন। এ ব্যাপেরে দিনাজপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার মো:একরামুল হকরে কাছে জানতে চাওয়া হলে তিনি জানান বিষায়টি খতিয়ে দেখা হবে। প্রমান হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন নেয়া হবে। ব্যাংক ম্যানেজার পরে টাকা পাল্টিয়ে দেন। কয়েক জন সাধারন গ্রাহক অভিযোগ করে বলেন, পিন্সিপাল অফিসার কাম ক্যাশিয়ার ও যুগ্ন জিম্মাদার নজরুল ইসলাম অএ ব্যাংকে যোগদানের পর কোন ছেঁড়া কাটা নোট গ্রহন করেন নাই। ম্যানেজার আবু হেনা জিএস জানান, বিষায়টি খুব দুঃখজনক, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী টাকা পাল্টায়ে দেওয়া হয়। এতে সাধারন জনগন তার বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্দ্বতন কৃর্তপক্ষের কাছে দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন