এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
তথ্য ও প্রযুক্তি ষিয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আই,সি,টি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র্যালী ও মিছিল বের করে। জেলা ছাত্রলীগ এ র্যালী ও মিছিলের আয়োজন করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি স্থানীয় শহরের পায়রাচত্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সরকারী কেসি কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এ আনন্দ র্যালীতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রানা হামিদসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। এ সময় কেসি কলেজ ক্যাম্পাস চত্তরে জেলা ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন।