mail.google

রানীংকৈল ( ঠাকুরগাও ) সংবাদদাতা ঃ – ৯০ দিন সমগ্রহ দেশকে অবরুদ্ব করে রেখে কিছু করতে না পেরে স্বাধীনতা বিরোধী শক্তিরা এখন গুপ্ত হত্যায় মেতে উঠেছেন,এদেশের জনগন এই স্বাধীনতা বিরোধী শক্তিদের প্রতিহত করবে। তারা প্রতিনিয়িত মুক্তমনা লেখকদের,পুরোহিতদের,বিদিশিদের,মসজিদের মুয়াজ্জিন,ইমামসহ বিভিন্ন বর্ণ জাতিকে বেছে হত্যা করছে কারণ তারা সমগ্রহ দেশকে অস্থিতিশীল করে তুলতে চাই তিনি জামায়াতকে উদ্যেশ্য করে বলেন, জামায়াত ইসলাম নিজেকে ইসলামী সংগঠন হিসেবে দাবী করে, আপনারা জানেন জামায়াতিরা,আমাদের প্রিয় নবীজিকে বিশ্বাস করে না,তারা হজ্ব পালনেও বিশ্বাসী না। তিনি রবিবার ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা নামক স্থানে নির্মিত নুরজ্জামান ফিলিং ষ্টেশনের উদ্ভোধনী অনুষ্ঠানে পদ্মা অয়েলের সহকারী মহাপরিচালক শেখ আল-মামুনের সভাপেিত্ব প্রধান অতিথির বক্তব্যকালে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের এমপি খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন স্বাধীনতা বিরোধী শক্তিরা যে আশা নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন কখনোই পুরন হবে না। প্রধান অতিথি বলেন, দেশে আর কোন কৃষককে সারের জন্য প্রাণ দিতে হয় না, কৃষকরা এখন ধানের ন্যায্য দাম পাচ্ছেন,এছাড়া দেশের প্রতিটি গ্রামের শিশুইরা এখন স্কুলমুখী। দেশে আর নিরক্ষতা থাকবে না। দেশ এগিয়ে চলছে আমাদের দেশকে বহিবিশ্ব অনেক গুরত্বের সাথে প্রধান্য দিচ্ছে তার উদাহরন স্বরুপ তিনি বলেন, জি-সেভেন সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৭টি প্রস্তাবনার মধ্যে তারা ৪টি গ্রহণ করেছেন। এছাড়াও তিনি বলেন, দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে খাদ্য এখন আমরা স্বয়ং সম্পূর্ণ।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাও-৩ আসনের এমপি ইয়াসিন আলী,সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা,উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক,পৌর মেয়র আলমগীর সরকার,আ’লীগ ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দীন, সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা শাহরিয়ার আযম মুন্না,ফিলিং ষ্টেশনের সত্যধিকারী নুরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *