ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
৩৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম কচুরগুল গ্রামের মৃত: হাজী ফখরুল হকের কন্যা ফাহমিদা ফেরদৌস ডেইজী। পশ্চিম কচুরগুল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজ থেকে অনার্স এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ফাহমিদা ফেরদৌস ডেইজী তার এ সাফল্যের জন্য সকলের দোয়া/আশীর্বাদ প্রার্থী।